টিকটক লাইভের সময় গুলিতে নিহত কোরআন পোড়ানো ইসলাম বিদ্বেষী।


 

সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানো ইরাকি যুবক সালওয়ান মোমিকা (৩৮) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী স্টকহোমের কাছে সোদারটালজি শহরে নিজ বাড়িতে থাকা অবস্থায় গুলি করা হয় তাকে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেফতারকৃতদের মধ্যে বন্দুকধারী আছে কিনা তা জানা যায়নি।

ইসলাম বিদ্বেষী সালওয়ান ২০২৩ সালে একাধিকাবার কোরআন পুড়িয়ে আলোচনায় আসেন। হত্যার কয়েক ঘণ্টা পরই কোরআন পোড়ানো মামলার রায় হওয়ার কথা ছিল। সুইডিশ পুলিশের পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

সুইডিশ মিডিয়া জানায়, ঘটনার সময় ওই যুবক টিকটক লাইভে ছিলেন। পরে পুলিশ এসে ফোন থেকে লাইভ শেষ করে।

No comments:

Post a Comment

হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার

  দুই ঠিকাদার কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। এতে পাচার হয়েছে ঘাঁটির সং...