৩২ বছর পর পাকিস্তানে গিয়ে যা দেখলাম

 

উৎখাত করতে পাল্টা অভিযান চালায়তখন পাকিস্তানের রাজনীতিতেও এর প্রভাব পড়ে।

রাজনৈতিক নেতাদের মধ্যে ঐক্যের অভাব পাকিস্তানের জন্মলগ্ন থেকে ছিল। এর সুযোগ নেয় পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী। ফলে রাজনৈতিক নেতারা ক্ষমতায় থাকতে সেনাবাহিনীর সমর্থন নিতে থাকেন। এই রাজনৈতিক দেউলিয়াপনার জন্য কখনোই কোনো রাজনৈতিক নেতা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি। যেমন হয়েছিল কয়েক বছর আগে ক্ষমতায় আসা বিপুলভাবে জনপ্রিয় ইমরান খান।

এই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক--ইনসাফ (পিটিআই১৯৯৬ সালে জন্ম নিয়েছিল। কিন্তু জন্মলগ্ন থেকে দলটি বিশেষ সুবিধা করতে পারেনি। দলটি পারভেজ মোশাররফের সামরিক সরকারকে সমর্থন দিয়েছিল। কিন্তু পরে সমর্থন দেয় মোশাররফের বিরুদ্ধের রাজনৈতিক শক্তিকে। ইমরান খান নিজে জনপ্রিয় হলেও তাঁর দল নির্বাচনে প্রথম কয়েক বছর সুবিধা করতে পারেনি।

কিন্তু পরে সামরিক বাহিনীর পরোক্ষ সমর্থনে তাঁর দল ২০১৮ সালে সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করতে না পেরে আরও কয়েকটি দলের সঙ্গে কোয়ালিশন করে সরকার গঠন করে। কিন্তু তিন বছরের মাথায় সামরিক শক্তির সঙ্গে তাঁর মতবিরোধ হলে ২০২২ সালে সামরিক বাহিনীর গুটি চালনায় ইমরান খানের কোয়ালিশন ভেঙে যায় এবং তিনি পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু পদত্যাগই পরের বিপদ ডেকে আনে।

পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার সামরিক শক্তির সহায়তায় ইমরান খানের বিরুদ্ধে মামলা করে তাঁকে কারারুদ্ধ করে। ইমরান খান এখনো জেলে। তাঁর দল কয়েকবার আন্দোলন করেও তাঁকে কারাগার থেকে বের করতে পারেনি। পাকিস্তানের উচ্চ আদালত তাঁকে মামলা থেকে এখনো রেহাই দেননি।

আমি পাকিস্তানে যাওয়ার মাসখানেক আগে ইমরান খানের দল এক বড় ধরনের আন্দোলন করে ইসলামাবাদে। কিন্তু বর্তমান সরকার এবং সামরিক বাহিনী তা রুখে দিতে সক্ষম হয়। পাকিস্তানে থাকার সময় শুনলামপাকিস্তানের প্রাতিষ্ঠানিক শক্তি আর ইমরান খানের দল পিটিআইয়ের মধ্যে বোঝাপড়ার চেষ্টা হচ্ছে।

মূল বিষয়ইমরান খানের দল আন্দোলন থেকে বিরত থাকবে। বিনিময়ে প্রাতিষ্ঠানিক শক্তি ইমরান খানের দলকে নির্বাচনে আসতে দেবে। হয়তো তাঁর বিরুদ্ধে মামলাগুলোও স্থগিত থাকবে। সোজা কথায়পাকিস্তানের রাজনীতি এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।

  • জিয়াউদ্দিন চৌধুরী সিভিল সার্ভিসের সাবেক কর্মকর্তা

No comments:

Post a Comment

হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার

  দুই ঠিকাদার কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। এতে পাচার হয়েছে ঘাঁটির সং...