যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিপত্র পেতে ‘ভিসা হনুমান’ মন্দিরে ভিড় ভারতীয়দের


 অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার কারণে অনেক ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে দেশটি। ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠিন করার জেরে বেশ চাপে রয়েছে ভারত। অভিবাসী ইস্যুতে বেশ কয়েকটি নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষরের পর থেকে ভারতীয়রা মার্কিন ভিসার জন্য মন্দিরে ভিড় করছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ‘ভিসা হনুমান’ নামে পরিচিত একটি মন্দিরে ঐশ্বরিক সাহায্যের জন্য ভিড় করছেন অনেকে। 

মন্দিরের পুরোহিত বিজয় ভাট জানান, ভিসা আবেদনকারীদের তাদের পাসপোর্টগুলো ‘ভগবান হনুমান’-এর সামনে রেখে স্তব গাইতে বলা হয়েছে। হনুমান হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রিয় দেবতা, যিনি তার বানরের মতো চেহারা জন্য পরিচিত। 

পুরোহিত বিজয় ভাট দাবি করেন, তিনি এমন অনেককে দেখেছেন যারা পূজা করার কয়েক ঘণ্টার মধ্যেই অনেকে ভিসার অনুমোদন পেয়েছেন

No comments:

Post a Comment

হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার

  দুই ঠিকাদার কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। এতে পাচার হয়েছে ঘাঁটির সং...