সবাইকে ছাড়িয়ে গিয়েছে ভারত!!!!

 



মোদি সরকার অ*স্ত্র কেনায় এতটাই মন দিয়েছে যে, সারা বিশ্বে সব দেশকে ঠেলে প্রথম হয়ে গেছে তারা। দুই বছর ধরে যু*দ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনও এত অ*স্ত্র কেনেনি, যতটা কিনেছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ যে তালিকা প্রকাশ করেছে তাতে উঠে এসেছে ভারতের এই চিত্র। এটি শুধু এক বছরের চিত্র নয় । ২০১৯ থেকে চার বছরে সারা বিশ্বে যত অ*স্ত্র রপ্তানি হয়েছে, তার প্রায় ৯.৮ শতাংশ একাই কিনেছে ভারতে। ৮.৪ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব।


সমর শক্তি নিয়ে সেভাবে আলোচনায় নেই। তবে অ*স্ত্র আমদানিতে তিন নম্বরের দেশটির নাম কাতার। দুই বছর ধরে রাশিয়ার আক্রমণ ঠেকিয়ে রাখা ইউক্রেনের অবস্থান এর পরেই। ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আছে পাঁচে। বিস্ময়কর লাগতে পারে জেনে যে জাপানও আছে এই ইঁদুর দৌড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির ভূমিকা ছিল আ*ক্রমণাত্মক। তবে বিশ্বযুদ্ধের পর জাপান হাঁটে শান্তির পথে। সেই তারাই আবার অ*স্ত্র মজুদে মজেছে। 


পরের অবস্থানগুলোতে আছে মিসর, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। জাতিসংঘ নিরাপত্তা সংস্থার সদস্য হিসেবে চীনের আছে পরাশক্তির মর্যাদা। অ/স্ত্র আমদানির ছোট তালিকায় তারা আছে ১০ নম্বরে।

No comments:

Post a Comment

হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার

  দুই ঠিকাদার কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। এতে পাচার হয়েছে ঘাঁটির সং...