কল্পনা করুন, আপনার বয়স মাত্র ১৮। সামনে আছে এক চাকরি, যেখানে বেতন ১৫ কোটি টাকা! কাজ? খুব সহজ! শুধু একটি লাইট ঠিকঠাক জ্বলছে কিনা তা দেখতে হবে। কোনো বসের চাপ নেই, নির্দিষ্ট ডিউটি টাইম নেই। সারাদিন খাবেন, ঘুমাবেন, ইচ্ছে করলে সমুদ্রে মাছ ধরবেন। শোনার মতোই কত সুন্দর!
কিন্তু, এই চাকরির পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক সত্য। এই চাকরিতে আপনাকে একা একটি লাইটহাউসে থাকতে হবে। কতদিন? কে জানে! কয়েক মাস হতে পারে আবার কয়েক বছরও। সেখানে আপনার কোনো সঙ্গী থাকবে না। আপনি থাকবেন সমুদ্রের মাঝখানে, চারদিকে শুধু পানি আর আকাশ।
ঝড়ের সময় এই লাইটহাউসগুলো কতটা বিপজ্জনক হতে পারে, তা কল্পনা করাও কঠিন। উঁচু লাইটহাউসগুলোতেও ঝড়ের সময় সমুদ্রের ঢেউ ছাদ পর্যন্ত উঠে আসে। কোনো বিপদ হলে কাউকে ডাকারও কেউ থাকবে না। তাহলে এই চাকরিটা কি স্বপ্নের চাকরি না মৃত্যুর ডাক?
No comments:
Post a Comment